Saturday, December 13, 2025
HomeScrollবিতর্কের কেন্দ্রবিন্দুতে অনুরাগ ঠাকুরের ‘বন্দে ভারত’ মন্তব্য!
BJP

বিতর্কের কেন্দ্রবিন্দুতে অনুরাগ ঠাকুরের ‘বন্দে ভারত’ মন্তব্য!

বিতর্কের মুখে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি: লোকসভায় (Lok Sabha) ‘Vande Mataram’–এর জায়গায় দু’বার ‘Vande Bharat’ উচ্চারণ করে বিতর্কের মুখে বিজেপি (BJP) সাংসদ অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। বিরোধী দলগুলির অভিযোগ, এটি সাধারণ ভুল নয়, বরং শাসক দলের “অজ্ঞতা” ও “ঐতিহ্য অবমাননার” প্রতিফলন।

বিরোধীদের বক্তব্য, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজে বাংলার প্রতীকী ব্যক্তিত্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন, তখন ইতিহাস ও সাংস্কৃতিক মূলধনের এই রকম বিকৃতি তাদের কাছে নতুন নয়। তাঁদের দাবি, শীর্ষ নেতৃত্ব ইতিহাসকে বিকৃত করলে অন্য নেতারাও তা অনুসরণ করেই চলেন।

আরও পড়ুন: SIR মামলায় পাল্টা প্রশ্ন আদালতের! কী বলল সুপ্রিম কোর্ট? দেখুন

এ প্রসঙ্গে বিরোধী দলগুলি প্রশ্ন তুলেছেম যাঁরা ‘বন্দে মাতরম’ সঠিকভাবে বলতে পারেন না, তাঁরাই কীভাবে দেশপ্রেম ও জাতীয়তাবাদ নিয়ে দেশকে শিক্ষা দিতে পারেন? বিরোধী নেতাদের মতে, এটি দেশাত্মবোধ নয়, বরং ভারতের ঐতিহ্যের প্রতি “অশ্রদ্ধা”। বিতর্ক নিয়ে শাসক দলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দেখুন আরও খবর:

Read More

Latest News